প্রথম হাফে অকল্যান্ডের জালে ছয় গোল দেয় বায়ার্ন। গোল করেন কোম্যান, বোয়ে, ওলিসে এবং মুলার। জোড়া গোল করেন ওলিসে এবং কোম্যান। দ্বিতীয় হাফে আরও চার গোল করে জার্মান চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়ালো মেসির মায়ামি
দ্বিতীয় হাফে ৬৭ থেকে ৮৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূরণ করেন জামাল মুসিয়ালা। বাকি গোলটি আসে মুলারের পা থেকে। বায়ার্নের পরের ম্যাচে ২১ জুন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়রসের বিপক্ষে।
এদিকে রাতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে পাসাডেনায়।