বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১ সপ্তাহে আগে
কক্সবাজারের টেকনাফে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


মৃতরা হল: একই এলাকার মোহাম্মদ আব্দুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) এবং প্রতিবেশী জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।


ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘দুপুরে অভিভাবকদের অগোচরে বৃষ্টির পানি জমে থাকা স্থানীয় একটি বিলে প্রতিবেশী কয়েকজন শিশু মিলে খেলাধুলা করছিল। একপর্যায়ে বিলের গভীর পানিতে দুই শিশু ডুবে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে।’


আরও পড়ুন: চকবাজারে পানির হাউজে পড়ে শিশুর মৃত্যু


তিনি আরও বলেন, ‘শিশুদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ শিশুদের নিজেদের বাড়িতে রয়েছে।’


এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘খবরটি স্থানীয়দের কাছ থেকে তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন