বিরুলিয়ার সাবেক চেয়ারম্যানের মরদেহ উদ্ধার, কারা কর্তৃপক্ষ বলছে আত্মহত্যা

৩ সপ্তাহ আগে
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে সুজনের মৃত্যুর বিষয়ে সন্দেহপোষণ করেছে তার পরিবার।

রোববার (১৫ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে সুজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর স্বজনরা মরদেহ বুঝে নেন।


এ সময় নিহতের বড় ভাই মেরাজ মাতবর বলেন, দুপুরে কারাগার থেকে ফোন করে সুজনের বিষয়ে জানানো হয় আমাদের। তবে তখনও তার মৃত্যুর বিষয়টি গোপন করে তারা। শুধু বলে, আপনারা হাসপাতালে আসুন। এরপর বিকেলে এসে সুজনের মরদেহ দেখতে পাই।


তিনি বলেন, সুজনের গলায় ক্ষত রয়েছে। থুতনিতেও ক্ষত। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এজন্য সুরতহাল প্রস্তুতের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি বলেছি।


সাভারের বিরুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে পাশ করার পর ২০১৬-২১ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে ছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসের ২০ তারিখ তাকে উত্তরা এলাকা থেকে আটক করা হয়। পরে কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। দুই ছেলের জনক তিনি। স্ত্রী রোকসানা বেগম গৃহিণী। থাকতেন সাভার কাকার বিরুলিয়া এলাকায়। তার বাবার নাম মৃত আতাউল্লাহ মাতবর।


আরও পড়ুন: কারাবন্দিদের স্বজনদেরও আপ্যায়ন করল কারা কর্তৃপক্ষ


মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন মিয়া। তিনি উল্লেখ করেন, মরদেহের থুতনিতে ছিলা, ঘাড়ের ডান পাশে কালচে দাগ ও ডান হাতের কনুইতে ছিলা রয়েছে।


এরআগে, রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।


কারাসূত্রে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক এই বন্দির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ মোট ১৫টি বিচারাধীন মামলা রয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে তার ব‍্যবহৃত গামছা দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন