বিমানে ওঠার আগে রানওয়েতে বসেই প্রস্রাব ভারতীয়র, বিস্মিত পাইলট! (ভিডিও)

৩ সপ্তাহ আগে
বিমান ছাড়তে আর কিছুক্ষণ বাকি। আর তার মধ্যেই রানওয়ের পাশে বসেই প্রস্রাব করতে দেখা গেল এক বৃদ্ধকে। বিস্মিত হয়ে সেই অদ্ভুত দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখলেন পাইলট।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। যদিও এই ভিডিও’র সত্যতা যাচাই করা যায়নি। 

 

ভিডিওটিতে দেখা যায়, সাদা ধুতি-পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে রানওয়ের পাশে বসে প্রস্রাব করছেন। আর যাত্রীরা বিমানে ওঠার জন্য লাইন করে দাঁড়িয়ে আছেন। বিমানের ককপিটে থাকা পাইলটের চোখে বৃদ্ধের কীর্তি ধরা পড়তেই হেসে ওঠেন তিনি। দৃশ্যটি ক্যামেরাবন্দিও করেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

 

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন ৯ সেকেন্ডের সেই ভিডিও। 

 

दरभंगा एयरपोर्ट पर पायलट ने कॉकपिट से यह वीडियो बनाया है। pic.twitter.com/5LXtTRVLDm

— Adarsh Anand (@ExplorerAdarsh) August 30, 2025

 

ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। 

 

আরও পড়ুন: ভারতে গুগল ম্যাপস কর্মীদের ‘চোর ভেবে’ ব্যাপক মারধর

 

একজন লিখেছেন, ‘সাধারণ মানুষ বিমানে ভ্রমণ করতে পারছে সেটা খুব ভালো বিষয়। তবে মানুষের উচিত ন্যূনতম নিয়ম মেনে চলা।’ 

 

অন্য একজন লিখেছেন, ‘প্রস্রাব করার সঠিক পদ্ধতি।’ কেউ কেউ আবার পাইলটের সমালোচনাতেই সরব হয়েছেন। লিখেছেন, ‘বৃদ্ধ মানুষ। ভুল হতেই পারে। কিন্তু পাইলট যা করেছেন তা শোভনীয় নয়। এভাবে কারও প্রস্রাব করার ভিডিও ক্যামেরাবন্দি করে তা পোস্ট করা অনুচিত।’

 

উল্লেখ্য, ভাইরাল ভিডিও নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কোন বিমানের ককপিট থেকে ভিডিও ক্যামেরাবন্দি করা হয়েছিল এবং ওই বৃদ্ধ বিমানের যাত্রী ছিলেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার
 

]]>
সম্পূর্ণ পড়ুন