শুক্রবার (১ আগস্ট) মুম্বাই-কলকাতা রুটের ইন্ডিগো বিমানে ঘটনাটি ঘটে। আর ঘটনাটি ভিডিও করেন আরেক যাত্রী। যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যাচ্ছে, দুজন কেবিন ক্রু ওই ব্যক্তিকে সাহায্য করছেন এবং তাকে বিমান থেকে নামানোর চেষ্টা করছেন। তখনই পাশের সিটে বসা একজন যাত্রী তাকে চড় মারেন।
এসময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে বলতে শোনা যায়, “স্যার, দয়া করে এটা করবেন না।”
যে ব্যক্তি ভিডিও ধারণ করছিলেন তিনি প্রতিবাদ করে বলেন, ‘আপনি তাকে কেন মারলেন?’
এর জবাবে অভিযুক্ত ব্যক্তি বলেন, ‘তার জন্য আমাদের সমস্যা হচ্ছে।’
অন্য আরেক যাত্রী বলেন, ‘হ্যাঁ, আমরা সবাই সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু এর মানে এই নয় যে- আপনি তাকে মারবেন।’
এরপর তিনি ক্রুদের অসুস্থ ব্যক্তির জন্য পানি আনতে বলেন।
ঘটনা প্রসঙ্গে এক বিবৃতিতে ইন্ডিগো বলেছে, “আমরা আমাদের ফ্লাইটে সংঘটিত শারীরিক আঘাতের ঘটনা অবগত। এমন অশোভন আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমরা এমন সকল কার্যকলাপের কঠোর নিন্দা জানাই যা আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করে।”
আরও পড়ুন: মার্কিন নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, ভিডিও প্রকাশ
বিমানের বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমাদের ক্রু নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী কার্যক্রম নিয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তি অশোভন আচরণকারী হিসেবে চিহ্নিত হয়ে গন্তব্যে পৌঁছানোর পর নিরাপত্তা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে সকল প্রাসঙ্গিক নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথভাবে জানানো হয়েছে।”
সূত্র: এনডিটিভি
]]>