বিমানে উঠতে গিয়ে হোঁচট, বাইডেনকে মনে করালেন ট্রাম্প (ভিডিও)

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৮ জুন) ট্রাম্পের এ ঘটনার পরপরই একইভাবে ভারসাম্য হারাতে দেখা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে।

মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজসহ একাধিক চ্যানেলে ট্রাম্পের এয়ার ফোর্স ওয়ানে ওঠার ভিডিও লাইভ সম্প্রচার হচ্ছিল। সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

ডোনাল্ড ট্রাম্পের এই ঘটনাকে কেউ কেউ কয়েক বছর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। বেশ কয়েকবার বিমানে ওঠার সিঁড়িতে ভারসাম্য হারানোর রেকর্ড আছে ডেমোক্র্যাট এ নেতার। এই নিয়ে ট্রাম্পের কটাক্ষেরও শিকার হয়েছেন বাইডেন। এখন নিজেই হলেন পরিস্থিতির শিকার। যা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

 

আরও পড়ুন: মাস্ক পরা বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশ ট্রাম্পের!

 

ফক্স নিউজের ভিডিওতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট সিঁড়ি দিয়ে বিমানে ওঠার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন। তবে তিনি দ্রুতই স্বাভাবিক হয়ে যান।

President Trump stumbles while walking up the stairs to Air Force One pic.twitter.com/Z9ZNEKkd7z

— Acyn (@Acyn) June 8, 2025

 

ট্রাম্প বিমানে ঢুকার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিমানের ওঠার সময় একইভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। পরবর্তীতে দুটি ভিডিওটি ভাইরাল হয়।

এ ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনা ও হাস্যরস তৈরি হয়েছে। এক্স পোস্টে একজন ব্যবহারকারী লেখেন, ‘এটা যদি বাইডেনের ক্ষেত্রে হতো, তাহলে টিভি মিডিয়া নেটওয়ার্কগুলোতে ব্রেকিং নিউজ হতো।’

 

 

 

আরও পড়ুন: বিশ্বের ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর

 

আরেকজন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তো সিঁড়ি বেয়েই উঠতে পারেন না, তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। ...আমি কি এটা ঠিক করছি?’

 

এর আগে বিমানে ওঠার আগে লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সর্বত্র আমাদের সৈন্যরা থাকবে।’

 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দেশে এমন কিছু ঘটতে দেব না... যা আমাদের দেশ এবং আমাদের নাগরিকদের জন্য বিপদ ডেকে আনতে পারে, আমরা খুব কঠিন ব্যবস্থা নেব।’
  

]]>
সম্পূর্ণ পড়ুন