আছিয়ার সঙ্গে এই সফরে গিয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার রানী হামিদ। সফরে ৮০ বছর বয়সী রানীর একমাত্র সঙ্গী ছিলেন আছিয়া। তবে তিনি এবার ছিটকে গেলে দিল্লিতে একা হয়ে গেছেন রানী। ফলে তার সুস্থতা এবং পরিচর্যা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গত ৬ জুন রানী হামিদ এবং আছিয়া দিল্লিতে পৌঁছান। তবে বিমানবন্দরেই আছিয়াকে আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটকে দেয়। তারা জানায়, গতবারের ভ্রমণে আছিয়া মেডিকেল ভিসা নিয়ে এলেও চিকিৎসা না করিয়ে অংশ নিয়েছেন দাবা টুর্নামেন্টে। ভিসার নিয়মের লঙ্ঘন করায় এবার তাকে ঢুকতে দেয়নি ভারত। ৭ জুন সকালে দেশে ফেরত পাঠানো হয় তাকে।
ভারতে সর্বশেষ ভ্রমণে চিকিৎসা উদ্দেশেই গিয়েছিলেন বলে স্বীকার করেছেন আছিয়া নিজেও। তবে ওই সময় চেন্নাইয়ের সেই চিকিৎসক অ্যাভেইলেবল না থাকায় কাশ্মীরে একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশ নেন আছিয়া। সেখান থেকে ফিরে চিকিৎসক দেখানোর সুযোগ না হওয়ায় তিনি ঢাকায় ফিরে আসেন। দেশের একটি গণমাধ্যমে আজ (১২ জুন) এসব কথা জানিয়েছেন আছিয়া।
তিনি বলেন, ‘আমি তো জানতাম না মেডিকেল ভিসায় গিয়ে দাবা খেলা যাবে না। তখন যদি কেউ সতর্ক করত বা নিষেধ করত, তাহলে আজ এই পরিস্থিতি হতো না। আমন্ত্রণপত্র ছিল। এবার যখন দিল্লি গেলাম, তখন জানলাম আমার বিরুদ্ধে এমন অভিযোগ আছে।’
ভারতে এখন ভিসাব্যবস্থা বেশ কড়াকড়ি। রানী ও আছিয়া এবার গিয়েছিলেন ‘সার্ক ভিসা’তে, যা সাধারণত সরকার অনুমোদিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে তারা এই ভিসা পান। তবুও ভিসা নীতি লঙ্ঘনের অভিযোগে তাকে আটকে দেয়া হয়। বাংলাদেশের অনেক দাঁবাড়ুই এর আগে মেডিকেল বা অন্য ভিসায় ভারতে গিয়ে দাবা খেলেছেন, তবে এমন সমস্যা আগে হয়নি। সংশ্লিষ্টদের অনুমান, আছিয়ার বিরুদ্ধে কেউ হয়তো অভিযোগ করেছে। আর তার ভিত্তিতেই ইমিগ্রেশন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রেকর্ড মূল্যে বিক্রি হলো নাদালের প্রিয় র্যাকেট
আছিয়া দেশে ফিরে আসায় বিপত্তিতে পড়েছেন রানী। বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় নিজের সঙ্গে একজনকে রাখেন তিনি। আছিয়ার সঙ্গে এটি ছিল তার চতুর্থ সফর। মূলত আছিয়ার ভরসায়ই ভারতে যাওয়ার সাহস করেন তিনি। সঙ্গীকে হারিয়ে নিজের খারাপ লাগার বিষয়টি ভারতীয় দৈনিক ইন্ডিয়া টাইমসকে জানিয়েছেন তিনি।
দিল্লিতে ভারতের টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘খুব খারাপ লাগছে। আমার সঙ্গে যিনি ছিলেন, তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি। সারা রাত বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। ও তো কোনো অপরাধ করেনি। শুধু দাবা খেলেছে! আমি কখনো একা সফর করি না। এবার আছিয়া ছিল বলেই সাহস করে এসেছি। এখন আমি একা হয়ে গেছি।’
তবে আয়োজকরা তার দেখাশুনা ভালোভাবে করছে বলেও জানিয়েছেন রানী, ‘এখানে ভালোই আছি। আয়োজকেরা খুব সম্মান দিয়েছে। তবে একা হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।’
]]>