বুধবার (১২ জুন) দুপুরে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইট আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা করে। তবে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরই মেঘানি নগর এলাকার বিজে মেডিকেল কলেজ ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয় ফ্লাইটটি। শুরুতে বিমানে থাকা যাত্রী, ক্রু এবং কর্মীদের প্রত্যেকে মারা যাওয়ার খবর পাওয়া গেলেও পরে অলৌকিকভাবে একজনের বেঁচে যাওয়ার খবর পাওয়া যায়।
বিমান বিধ্বস্তের এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন তারকারা। ভারতীয় জনপ্রিয় ক্রিকেট তারকা বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আহমেদাবাদে বিমান বিধ্বস্তের খবরে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
বিরাটের মতোই ইনস্টাগ্রাম স্টোরিতে শোক জানিয়েছেন রোহিত শর্মা। তিনি লেখেন, ‘আহমেদাবাদ থেকে সত্যিই দুঃখজনক ও বিব্রতকর খবর এলো। নিহত ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
ভারতীয় দলের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার হৃদয়বিদারক খবর। যাত্রী, ক্রু এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। এই কঠিন সময়ে তারা যেন শক্তি পান।’
আরও পড়ুন: ৮,২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল পাইলটের, তবু এড়ানো গেল না দুর্ঘটনা!
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব লিখেছেন, 'এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে মর্মাহত। নিহত সবার জন্য আমার প্রার্থনা। ক্ষতিগ্রস্ত এলাকার প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা কামনা করছি।'
যুবরাজের সমসাময়িক আরেক ভারতীয় তারকা হরভজন সিং লিখেছেন, 'আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। সব ক্ষতিগ্রস্ত এবং তাঁদের পরিবারের জন্য আমার প্রার্থনা, যাঁরা অকল্পনীয় যন্ত্রণা ও ক্ষতি সহ্য করছেন। আসলে এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের শক্তি, সাহস ও সমর্থন জোগানোর জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমার হৃদয় কাঁদছে।'
দেশটির তারকা পেসার ইরফান পাঠান লিখেছেন, 'আজ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবরে গভীরভাবে শোকাহত। যাত্রী, ক্রু ও তাঁদের পরিবারের জন্য প্রার্থনা।' ইরফানের ভাই ইউসুফ পাঠান লিখেছেন, 'আহমেদাবাদ বিমানবন্দরের কাছে লন্ডনগামী বিমান দুর্ঘটনার কথা শুনে খুবই মর্মাহত। সব যাত্রী ও ক্রু যেন নিরাপদে থাকেন, সে জন্য প্রার্থনা করছি।'
ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট জানান, ‘এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার খবর শুনে আমার মনটা ভারাক্রান্ত। বিমানে থাকা যাত্রী ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এ ধরনের মুহূর্তে আমাদের কাছে যা থাকে, তা হলো বিশ্বাস।’
অলিম্পিকে রৌপ্য পদকজয়ী বর্শা নিক্ষেপকারী অ্যাথলেট নীরজ চোপড়া জানান, ‘আহমেদাবাদের ঘটনায় সামনে আসা দৃশ্য দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্ট সবার জন্য আমার সমবেদনা। ভুক্তভোগী প্রত্যেকের পরিবারকে সৃষ্টিকর্তা শক্তি দিন।’
ভারতের হয়ে বৈশ্বিক শিরোপাজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু লিখেছেন, ‘আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে আমি গভীরভাবে শোকাহত। ২৪২ জন নিহত ব্যক্তির পরিবারের জন্য প্রার্থনা। প্রত্যেক শোকাহত হৃদয়কে ভালোবাসা ঘিরে রাখুক।’
ভারতের বাইরে থেকে শোকবার্তা দিয়েছেন আফগান তারকা অলরাউন্ডার রশিদ খান। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘আহমেদাবাদে আজ মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর শুনে সত্যিই মর্মাহত। দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তি ও তাদের পরিবারের জন্য আমার সমবেদনা। আপনারা যেন এই শোক কাটিয়ে ওঠেন এই কামনা।’
]]>