বিমান দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বললেন মোদি, ছুটে গেলেন গুজরাটে

৩ সপ্তাহ আগে
ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এতে শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, ইতোমধ্যে আহমেদাবাদে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী। পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

নিজের রাজ্যে এই বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মোদি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 

আহমেদাবাদের ট্র্যাজেডি আমাদের হতচকিত করেছে, দুঃখ দিয়েছে। এতটাই হৃদয়বিদারক যে, ভাষায় বর্ণনা করা যায় না। যারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন, তাদের সকলের জন্য আমি সমব্যথী। যারা আক্রান্তদের সাহায্য করছেন, সেই মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। 

 

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অসামরিক বিমান মন্ত্রণালয় এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে। মেডিকেল দল এবং উদ্ধারকারীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। 

 

আরও পড়ুন: ভারতে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই: রিপোর্ট

 

অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, ডিজিসিএ, মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। তার কথায়, ‘দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। উদ্ধারকাজ চলছে। যত বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচানো যায়, সেটাই দেখা হচ্ছে।’

 

আহমেদাবাদের ঘটনায় শোকপ্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লিখেছেন, ‘আমাদের সকলের জন্যই এটা খারাপ খবর।’ 

 

এদিকে গুজরাটে বৃহস্পতিবার (১২ জুন) বিধ্বস্ত হওয়া বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের কোনো আরোহী বেঁচে নেই। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। 

 

আরও পড়ুন: গুজরাটে দুর্ঘটনা /বিমানটি আছড়ে পড়ে মেডিকেল কলেজের হোস্টেলে, বহু শিক্ষার্থী নিহত! 

 

স্থানীয় পুলিশপ্রধান জিএস মালিক জানিয়েছেন, উড়োজাহাজটিতে থাকা কোনো যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জিএস মালিক জানান, আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ায় কিছু স্থানীয় বাসিন্দারও মৃত্যু হতে পারে। 

 

তবে সব আরোহীর মৃত্যুর ব্যাপারে এখনো বিস্তারিত বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন