গুঞ্জনটা ছিল আগে থেকেই, অবশেষে হলোও তাই। নানা প্রক্রিয়া শেষে যুক্তরাষ্ট্রের কাম্পানি ‘আইএমজি’-কে তিন বছরের জন্য বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি।
এর আগে বিজ্ঞাপন দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান খুঁজছিল বিসিবি। বোর্ডের সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, যুক্তরাষ্ট্রের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি প্রতিষ্ঠান আইপিজি গ্রুপ, মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপসহ মোট ৭টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছিল।
আরও পড়ুন: মাইনর লিগ ক্রিকেট- এক ওভারেই খরচ করলেন ৪৩ রান!
মাসখানেক আগে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেয় বিসিবি। এরপর সবশেষ তিনটি প্রতিষ্ঠান জায়গা পায় বিসিবির সংক্ষিপ্ত তালিকায়। সম্প্রতি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমে বলেছিলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও দুই-তিন দিন সময় লাগবে।
অবশেষ সোমবার (১ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড মিটিংয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। আসন্ন বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানি আইএমজি। এর আগে আইপিএলেও কাজ করেছে এই কোম্পানিটি।