বিপিএলে স্থানীয় আম্পায়ারদের ৫ গুণ বেতন পাবেন সৈকত

২ সপ্তাহ আগে
দেশের গণ্ডি ছাড়িয়ে অনেক আগেই পৌঁছে গেছেন আন্তর্জাতিক পরিসরে। দক্ষতা দেখিয়ে সেখানেও বড় বড় স্বীকৃতি পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বর্তমানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত। বাংলাদেশ থেকে এই স্বীকৃতি পাওয়া প্রথম এবং একমাত্র ব্যক্তিও তিনিই।

সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করে এসেছেন সৈকত। সেখান থেকে ফিরে এখন আম্পায়ারিং করছেন নিজের দেশের ঘরোয়া লিগ বিপিএলে। নিজের দেশে ফিরলেও আন্তর্জাতিক স্বীকৃতসম্পন্ন সৈকতকে এবার একটু আলাদাভাবে গুরুত্ব দিতে হচ্ছে বিসিবিকে। বেতনের দিক থেকেও বাকিদের চেয়ে ঢের এগিয়ে তিনি। 

 

বিসিবির আম্পায়ার্স বিভাগের দায়িত্বে থাকা পরিচালক ইফতেখার আহমেদ জানিয়েছেন, এবারের বিপিএলের প্রতি ম্যাচে দুই হাজার ডলার করে পাবেন সৈকত, বাংলাদেশি টাকায় যা ২ লাখ ৪২ হাজার টাকা। 

 

আরও পড়ুন: সিলেটকে হারিয়ে প্লে অফের দৌড়ে রইল রাজশাহী

 

তবে স্থানীয় আম্পায়াররা বেতনের দিক থেকে সৈকতের ধারেকাছেও নেই। প্রতি ম্যাচে আম্পায়ারিং করে তারা ৫০ হাজার টাকা করে পাবেন। অর্থাৎ স্থানীয় অন্য আম্পায়ারদের প্রায় পাঁচ গুণ বেতন পাচ্ছেন সৈকত।  

 

বড় অঙ্কের বেতন পেলেও পুরো টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে পারবেন না সৈকত। আসন্ন ভারত–ইংল্যান্ড সিরিজে দায়িত্ব পাওয়ায় ফাইনাল ম্যাচে থাকবেন না তিনি। বিপিএলের মোট ৬টি ম্যাচে তিনি ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ারদের ম্যাচপ্রতি পারিশ্রমিক ৫০০ ডলার থেকে এবার ৬০০ ডলার করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৭২ হাজারের একটু বেশি। 

]]>
সম্পূর্ণ পড়ুন