টাইগারদের পেস ইউনিটে এখন কঠিন প্রতিদ্বন্দ্বিতা। তাসিকন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিবরা নিয়মিত মুখ। হাসান মাহমুদ টি-টোয়েন্টি ফরম্যাটে শুরুতে নিয়মিত থাকলেও, এখন লড়াই করতে হয় জায়গা পেতে।
সামনে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপ। তার আগে বিপিএল। নিজের অঞ্চল নোয়াখালী এক্সপ্রেসের সরাসরি সাইনিং হাসান। নিজের সেরাটা দিতে মুখিয়ে এই বোলার। বিশ্বকাপ নিয়ে না ভেবে বরং বিপিএলের এবারের সিজনে হতে চান সেরা উইকেট শিকারি।
সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে হাসান বলেন, ‘আমি আমার নোয়াখালী টিমের জন্য সর্বোচ্চটা দিতে চাই। চ্যাম্পিয়নের মানসিকতা নিয়ে আমরা মাঠে নামতে চাই। আমি সর্বোচ্চটা দিয়ে সেরা উইকেটশিকারি হতে চাই, অন্তত সেরা তিন বা পাঁচে থাকার চেষ্টা করব।’
আরও পড়ুন: বিপিএলে একই দলের হয়ে খেলবেন বাবা-ছেলে, আজই যোগ দিতে পারেন ইসাখিল
জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকলেও, নিয়মিত কথা হয় পেস বোলিং কোচ শট টেইটের সঙ্গে। পরামর্শ দেন উন্নতির। বোলিংয়েও চেষ্টা করছেন ভিন্নতা আনার। সঙ্গে ধার বাড়াচ্ছেন ব্যাটিংয়ে।
হাসান বলেন, ‘শট টেইটের সঙ্গে অনেক আলোচনা হয়। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটের বোলিং নিয়ে, ডেথ ওভার নিয়ে তার সঙ্গে অনেক কাজ করা হয়েছে। তিনি সব ফাস্ট বোলারদের নিয়মিত খোঁজ খবর নেন। হেড কোচও মাঝেমধ্যে খোঁজ খবর রাখেন। বোলিংয়ের সঙ্গে যদি ব্যাটিংটাও থাকে তাহলে দলের জন্য অবদান রাখতে পারব। অনুশীলন করছি যেন বড় বড় ছয় মারা যায়।’
জাতীয় দলে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে লক্ষীপুরের এই পেসারের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সমান ২৬টি করে ম্যাচ খেলেছেন। তবে সাদা পোশাকে মাত্র ১৩টি। যে ফরম্যাটটা বেশি পছন্দ এই ক্রিকেটারের। টি-টোয়েন্টির যুগে যা কিছুটা বিরল। ক্যারিয়ারটা শেষ করতে কিংবদন্তিদের তালিকায় নাম তুলে।
টাইগার এ পেসার বলেন, ‘সব ফরম্যাটই উপভোগ করি। কিন্তু টেস্ট একটু ভিন্ন। এটা আমার খুবই পছন্দের একটি ফরম্যাট। ওয়ানডে, টি-টোয়েন্টিও আমার কাছে খুব ভালো লাগে। শেষ সময় পর্যন্ত যদি টেস্ট খেলা চালিয়ে যেতে পারি, চেষ্টা থাকবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার।’
আরও পড়ুন: বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করল রংপুর
নোয়াখালী এক্সপ্রেসের এই পেসার অবশ্য দল নিয়েও আশাবাদী বেশ। এবার কাপ নিয়ে যাবে নবাগত দলটি, ভক্তদের এমন আশা দেখাচ্ছেন হাসান।
]]>
৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·