বিপিএলে আলো ছড়িয়ে হারিস রউফের বদলি হিসেবে পাকিস্তান দলে

৪ সপ্তাহ আগে ১৩
বিপিএলের ১১তম আসর নিয়ে যত সমালোচনাই হোক না কেন, পাকিস্তানিরা এই টুর্নামেন্টকে আশির্বাদ মনে করতেই পারেন। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের মান নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনেই নানা প্রশ্ন থাকলেও পাকিস্তান দল নির্বাচনে ভালোই গুরুত্ব দিয়েছে এবারের আসরকে। বিপিএলে ভালো খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ ও খুশদিল শাহ। এবার চলমান ত্রিদেশীয় সিরিজে কপাল খুলল বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে আলো ছড়ানো পাকিস্তানি পেসারের। ইনজুরির কারণে ছিটকে যাওয়া হারিস রউফের জায়গায় ডাক পড়েছে রংপুর রাইডার্সের হয়ে খেলা এই পেসারের।

চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাইড স্ট্রেইনের চোটে বোলিং কোটা পূরণ করতে পারেননি পাকিস্তানের স্পিডস্টার হারিস রউফ। সপ্তম ওভারে বল করতে এসে ২ বল করেই মাঠের বাইরে চলে যান তিনি। পরে আর ব্যাটিংও করেননি রউফ। ৩১ বছর বয়সী এই পেসার ব্যাট করতে না নামায় ১ উইকেট হাতে রেখেও ৭৮ রানের হার মেনে নিতে হয়েছে পাকিস্তানকে।


সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার (১২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। ইনজুরির কারণে এই ম্যাচেও খেলা হচ্ছে না রউফের। শুধু এই ম্যাচই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান রউফকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। ফলে ত্রিদেশীয় সিরিজের বাকি অংশেই আর খেলা হচ্ছে না ৩১ বছর বয়সী এই স্পিডস্টারের।


আরও পড়ুন: অজি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ


রউফের বদলি হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্কোয়াদে ডেকেছে বাঁহাতি পেসার আকিফ জাভেদকে। দিন কয়েক আগে শেষ হওয়া বিপিএলের ১১তম আসরে রংপুর রাইডার্সের হয়ে আলো ছড়িয়েছেন আকিফ। বিপিএলের পারফরম্যান্সই তার সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছে।


মাংসপেশিতে টান এবং বুকের নিচের দিকে ব্যথায় ভোগা হারিস রউফকে বিশ্রাম দিয়ে আকিফকে সুযোগ করে দিয়েছেন পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের বাকি অংশে তার জায়গায় ২৪ বছর বয়সী আকিফকে খেলানো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ফের পাকিস্তান দলে ফিরবেন হারিস। এমনটাই জানিয়েছে পিসিবি।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গজনফর, শেষ আইপিএলও


বিপিএলের সবশেষ আসরে আকিফ রংপুর রাইডার্সের হয়ে ১১ ম্যাচে ১৪.৩০ গড়ে ২০ উইকেট শিকার করেন। স্বদেশি ফাহিম আশরাফের সঙ্গে যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। এমন পারফরম্যান্সে প্রথমবারের মতো পাকিস্তান দলে ডাক পেলেন তিনি।


ডাক পেলেও অবশ্য অভিষেকের জন্য অপেক্ষা করতে হচ্ছে আকিফকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশে জায়গা হয়নি তার। একদিন আগেই ঘোষণা করা একাদশে প্রথম ম্যাচের একাদশের সঙ্গে পরিবর্তন দুটি। কামরান গুলাম এবং চোট পাওয়া হারিস রউফের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন সৌদ শাকিল এবং মোহাম্মদ হাসনাইন। 

]]>
সম্পূর্ণ পড়ুন