বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
এর আগে রাত ৮টার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে দশটার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেয়া হলো।
ইফতেখার রহমান মিঠু জানান, আগামীকাল শুক্রবার থেকেই আবার শুরু হচ্ছে বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচই বয়কট করেন ক্রিকেটাররা। এই দুটি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ দুটি শুক্রবার দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি।
আরও পড়ুন: বিসিবির সব ধরনের কার্যক্রম থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি
এ ছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।
মূলত, ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি না, এ নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল। পরিচালক হিসেবে তার পদত্যাগের জন্য বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেও তিনি তা করেননি।
বিকেলে বিসিবি তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। তবে সংগঠনটি জানায় নাজমুলকে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বিসিবি মানতে রাজি হয়নি সেই দাবি।
এক নজরে পরিবর্তিত সূচি
১৬ জানুয়ারি, শুক্রবার
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ২টা
- সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স — সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি, শনিবার
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস — দুপুর ১টা
- চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স — সন্ধ্যা ৬টা
১৮ জানুয়ারি, রোববার
- রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস — দুপুর ১টা
- চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস — সন্ধ্যা ৬টা
২০ জানুয়ারি, মঙ্গলবার
- এলিমিনেটর ম্যাচ — দুপুর ১টা
- প্রথম কোয়ালিফায়ার — সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি, বুধবার
- দ্বিতীয় কোয়ালিফায়ার — সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি, শুক্রবার
- ফাইনাল — সন্ধ্যা ৭টা

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·