দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু হয় ২০১২ সালে। তবে গত এক যুগেও সমালোচনা এড়াতে পারেনি বিপিএল। প্রতি আসরেই কোনো না কোনো সমালোচনার জন্ম দেয় টুর্নামেন্টটি।
এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। সে লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে বোর্ড। তবে যে কাজগুলো বাকি থাকবে, তা বর্তাবে পরবর্তী বোর্ডের ওপরেই।
আরও পড়ুন: আক্ষেপ নিয়ে বিশ্বকাপে গেলেন জ্যোতিরা
মিঠু বলেন, ‘আমরা টার্গেট করছি ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক অনেক কাজ আছে। সেটা পরবর্তী বোর্ডের ওপর বর্তাবে। সবকিছু প্রস্তুত করা শুরু হয়ে গেছে। পরবর্তী বোর্ড এসে সিদ্ধান্ত নেবে। যদিও টার্গেটিং টাইমটাও আমরা ঠিক করে দিয়েছি ডিসেম্বর-জানুয়ারি। বাকি কিছু কাজ এগিয়ে রেখে আমরা যাচ্ছি।’
এবারের বিপিএলের আয়োজন করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘আইএমজি’। তাদেরকে ৩ বছরের দায়িত্ব দিলেও এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর হয়নি। সে বিষয়ে মিঠু বলেন, ‘বিপিএলে আইএমজিকে ৩ বছরের জন্য দায়িত্ব দেওয়া আছে। এখন ফার্স্ট কিক অফ মিটিং হয়েছে। আর চুক্তিটা আমরা এখন স্বাক্ষর করবো। আমরা অফিশিয়ালি ওদেরকে দায়িত্ব দিয়েছি কিন্তু এখনো আলোচনায় আছে।’
আরও পড়ুন: ভারতকে হারানোর সামর্থ্য আছে: সিমন্স
বিপিএলের খেলাপকারী দলের বকেয়া অর্থ নিয়ে মিঠু বলেন, ‘আরেকটা হচ্ছে যে আমাদের টোটাল আউটস্ট্যান্ডিং আছে প্রায় ৪০ কোটি। আর আপনারা জানেন যে আমরা বিপিএলের খেলাপকারীর একটা তালিকা দিতে চেয়েছিলাম। যাদের সাথে আমাদের সালিশ শুরু হয়ে গেছে এবং চলছে।’
সব মিলিয়ে বিপিএলে মোট ১৮টি দল ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিসিবির সালিশ প্রক্রিয়া চলমান রয়েছে। খেলাপকারী দলগুলো হলো- চিটাগং কিংস, বরিশাল বার্নার্স, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, খুলনা রয়্যাল বেঙ্গল, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার, বরিশাল বুলস, সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্স, ঢাকা ডমিনেটর্স, দুরন্ত ঢাকা, দুর্বার রাজশাহী ও ডেল্টা স্পোর্টস (চিটাগং)।
]]>