পুলিশ জানিয়েছে, সম্প্রতি অভিযোগ পাওয়া গেছে, প্রতারকরা ৯৯৯ নম্বর ক্লোন করে গ্রাহকদের ফোন করছে এবং তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা কার্ডের পিন নাম্বার জানতে চাইছে।
বুধবার (৫ নভেম্বর) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯৯৯ নম্বর থেকে কখনোই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) পিন নাম্বার অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নাম্বার জানতে চাওয়ার কোনো সুযোগ নেই।
আরও পড়ুন: হাজার টাকায় ৪ থ্রি-পিস দেয়ার প্রলোভন, টিকটকারদের ভিড়ে প্রতারণা
৯৯৯-এর একমাত্র কাজ হলো নাগরিকদের চাহিদা অনুযায়ী জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (বুধবার) সকাল ১০টায় এ ধরনের দুটি প্রতারণার চেষ্টার ঘটনা ঘটেছে:
নগদ অ্যাকাউন্টের তথ্য চাওয়ার চেষ্টা: রাজশাহী মেট্রোপলিটনের কাশিয়াডাঙ্গা থানাধীন আরপুর বাগানপাড়া এলাকার একজন ব্যক্তিকে প্রতারকচক্র ৯৯৯ নম্বর ক্লোন করে ফোন করে তার ‘নগদ’ অ্যাকাউন্টের তথ্য জানতে চেয়েছিল। তবে ওই ব্যক্তি বিষয়টি সঙ্গে সঙ্গে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানালে, ৯৯৯-এর পক্ষ থেকে ভুক্তভোগীর সঙ্গে কাশিয়াডাঙ্গা থানার যোগাযোগ করিয়ে দেয়া হয় এবং বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত (জিডি) করা হয়।
মামলার ভয় দেখিয়ে টাকা দাবি: অন্য আরেকটি ঘটনায় এক ব্যক্তিকে ৯৯৯ নম্বর ক্লোন করে ফোন করে তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা জানিয়ে টাকা দাবি করা হয় এবং বিকাশ অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়।
মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নাম্বার কোনো অবস্থায় কারো সঙ্গে শেয়ার না করতে ৯৯৯ কর্তৃপক্ষ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·