রোববার (১৩ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিনিয়োগ সম্মেলন-২০২৫ ও অর্থনীতির ঘুরে দাঁড়ানো বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও বাণিজ্যের স্বচ্ছতার স্বার্থে প্রাসঙ্গিক সকল পরিসংখ্যান যাচাই বাছাই করে পুনঃপ্রকাশ জরুরি।
আরও পড়ুন: গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল ১০ অর্থনৈতিক অঞ্চল: বিডা চেয়ারম্যান
তথাকথিত মধ্যম আয়ের দেশ হওয়ার পরিকল্পনা থেকে সরে না আসলে হাক ডাক করে আয়োজন করা বিনিয়োগ সম্মেলনের সুবিধা বাংলাদেশ পাবে না বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দলটির নেতৃবৃন্দ।
অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং আন্তরিকতাকে সাধুবাদ জানিয়ে মঞ্জু বলেন, বিনিয়োগ সম্মেলনকে ঘিরে দেশে-বিদেশে যে আগ্রহ তৈরি হয়েছে, তাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে।
]]>