জাতীয় টিউলিপ দিবস উপলক্ষ্যে নেদারল্যান্ডের আমস্টারডামে মিউজিয়ামপ্লিনের চত্বরে তৈরি করা হয়েছে সুবিস্তৃত টিউলিপ গার্ডেন। নানান রঙ এবং জাতের প্রায় দুই লক্ষ টিউলিপ লাগানো হয়েছে এখানে। লোকেরা পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধবদের সাথে ছবি তুলছে, ঘুরে বেড়াচ্ছে এবং সেই সাথে একগুচ্ছ টিউলিপ বিনামূল্যে বাড়িতে নিয়ে যাচ্ছে।
(রয়টার্স)