বিদেশে চিকিৎসা খরচে ডলার নেয়ার সুবিধা বাড়িয়ে নতুন নির্দেশনা

৫ দিন আগে
বিদেশে চিকিৎসার জন্য এখন থেকে একজন বাংলাদেশি সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার।

সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।


এতে বলা হয়, চিকিৎসা ব্যয়ের জন্য ছাড় করা অর্থ সরাসরি বিদেশের হাসপাতালের নামে পাঠানো যাবে, অথবা আন্তর্জাতিক প্রিপেইড, ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে খরচ করা যাবে।

 

আরও পড়ুন: বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক


তবে এই ১৫ হাজার ডলারের মধ্যে একজন সর্বোচ্চ ৫ হাজার ডলার পর্যন্ত নগদ (নোট আকারে) নিতে পারবেন।


এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আগের অন্যান্য নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে বলে নির্দেশনায় বলা হয়েছে।


এ দিকে চলতি মাসের প্রথম সপ্তাহে পড়াশোনাসহ বিভিন্ন খাতে বিদেশে খরচ পাঠানোর জন্য বিধিবিধান সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের ব্যাংকগুলো সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, বিদেশে পড়াশোনার ব্যয়, ভিসা ফি, বিদেশে প্রশিক্ষণের নিবন্ধন ফি, চিকিৎসাসংক্রান্ত ব্যয় ইত্যাদি খরচ পাঠাতে পারবে।

]]>
সম্পূর্ণ পড়ুন