বিদেশি প্রভুদের সহায়তায় কেউ ক্ষমতায় আসতে পারবে না: মামুনুল হক

১৫ ঘন্টা আগে
বিদেশি প্রভুদের সহায়তায় কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। একটি বিদেশি আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী। আরেকটি পক্ষ দেশের স্বাধীনতাকামী। একভাগ ৭২ এর বাকশালপন্থী, আরেকভাগ ২৪ এর বিপ্লবপন্থী। আমরা ২৪ এর শক্তি।’


আরও পড়ুন: বাউল ইস্যুতে তৌহিদী জনতাকে ভুলভাবে দোষারোপের অভিযোগ মামুনুল হকের


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদের খুশি করে ক্ষমতার মসনদে আসবেন, তাদের বলতে চাই বৈষম্যমুক্ত, ফ্যাসিবাদহীন বাংলাদেশ আমরা গঠন করব। গণভোটের হ্যাঁ বাক্সে ভোট দিতে হবে, যদি কেউ না ভোটের পক্ষে কথা বলেন ধরে নেবো আপনারাও ফ্যাসিস্ট।’


তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত করার জন্য গণভোটের আয়োজন করতে হবে। যারা বিপ্লবের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি তারা সরকারকে বিভ্রান্ত করছেন।’


মামুনুল হক বলেন, ‘শান্তি, ঐক্যের স্বার্থে আলাদা দিনে গণভোট দিতে হবে। যদি করতে ব্যর্থ হোন, ইন্টেরিম সরকার, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন