দেশের বিভিন্ন জেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিটিআরসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এর আগে তিনি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং কাস্টমস্, এক্সাইজ এন্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব শেষ করার পর অবসর গ্রহণ করেন। অবসরোত্তর সময়ে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
আরও পড়ুন: ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রারের অনুরোধ বিটিআরসির
নবনিযুক্ত বিটিআরসি কমিশনার আবদুর রহমান সরদারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। অভিজ্ঞতা ও বিচার বিভাগের দীর্ঘ দায়িত্ব পালন তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে বলেও আশা করা হচ্ছে।