বিটকয়েনের দাম বাড়ছেই, নতুন রেকর্ড

৩ সপ্তাহ আগে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই বাড়ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। বর্তমানে এটি ১ লাখ ৬ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন নির্বাচনের দিন থেকে মুদ্রাটির দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) প্রতিটি বিটকয়েনের দাম উঠে ১ লাখ ৬ হাজার ৫৩৩ ডলার এবং পরবর্তীতে ১ লাখ ৪ হাজার ৪৬২ ডলারে গিয়ে স্থির হয়।

 

ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ডিজিটাল মুদ্রা-বান্ধব নীতি নেবেন -- এমন প্রত্যাশা থেকেই বাড়ছে বিটকয়েনের দাম। মূলত নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নেয়ায় এর দাম ঊর্ধ্বমুখী।

 

আরও পড়ুুন: কেন আকাশ ছুঁয়েছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম?

 

গত ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় উল্লেখ করেন যে, তিনি ডিজিটাল মুদ্রার একটি জাতীয় মজুত তৈরি করার কথা বিবেচনা করছেন, যা দেশের কৌশলগত জ্বালানি তেলের মজুতের মতো হতে পারে। 

 

উল্লেখ্য, ব্লকচেইন প্রযুক্তির ওপর ভিত্তি করে ক্রিপ্টো মুদ্রার একটি বিকেন্দ্রীভূত সিস্টেম হলো বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এটির দাম ওঠানামা করে। ২০০৮ সালের নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে এ কারেন্সি মার্কেটে আসে। 

]]>
সম্পূর্ণ পড়ুন