বিজয়ের উন্মাদনায় তরুণ প্রজন্ম, কণ্ঠে সবার আগে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
বিজয়ের উন্মাদনায় তরুণ প্রজন্ম। লাখো বাঙালির উচ্ছ্বাস, কণ্ঠে সবার আগে বাংলাদেশ। মঞ্চে প্রিয় শিল্পী আর ব্যান্ড দলের মন মাতানো পরিবেশনায় উত্তাল পুরো মানিকমিয়া অ্যাভিনিউ। তালে-তালে জানান দিচ্ছে তারুণ্যের জয়গান।

সোমবার (১৬ ডিসেম্বর) ৫৪তম বিজয় দিবস উদযাপনে উন্মুক্ত কনসার্ট 'সবার আগে বাংলাদেশ'- এ দুপুর থেকেই কানায়-কানায় পূর্ণ জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক। তিল ধারণের ঠাঁই নেই এতটুকুও। সড়ক তো বটেই।


সড়ক বিভাজক ছাপিয়ে পাশের গাছে উঠেও কনসার্ট উপভোগ করেন শহুরে দর্শক। তাদের মতে, এমন আয়োজন এর আগে দেখেনি বাংলাদেশ।


গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিজয় উদযাপনকে স্মরণীয় করতেই, এই আয়োজন বিএনপির পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত 'সবার আগে বাংলাদেশ' সংগঠনের।


আরও পড়ুন: বিজয় দিবসের ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের থিম সং প্রকাশ


বিগত দিনে কনসার্টে বিদেশি সংগীত চর্চার অভিযোগ তুলে সবার আগে বাংলাদেশের আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলা সংস্কৃতির প্রচারেই এমন আয়োজন।’


কনসার্টে পারফর্ম করেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, আসিফ আকবর, মনির খান, কনা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এছাড়া মন মাতানো সব গান পরিবেশন করে নগরবাউল, ডিফরেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস।

]]>
সম্পূর্ণ পড়ুন