সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে জীবনের প্রয়োজনে রক্তদানে উদ্ধুদ্ধ করতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেছে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক নামে রক্তদাতাদের একটি সংগঠন।
তাদের এই কর্মসূচিতে রক্তের গ্রুপ জানতে ভিড় জমায় সাধারণ মানুষ। নিজেদের তত্ত্বাবধানে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়ে বিজয়ী বার্তায় রক্তদানের নিবেদন জানান সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা সানজিদা জাহান বলেন, রক্তের গ্রুপ জানতাম না, কিন্তু বিজয় মেলায় আসার পর সংগঠনের কার্যক্রম দেখে মনে হলো নিজের এবং অন্যের প্রয়োজনে এটি জানার দরকার। রক্ত নিয়ে আরো বেশি সচেতন হলাম। তাদের এমন উদ্যোগ সবাইকে সচেতন করছে।
আরও পড়ুন: আমাদের লাগবে না, ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট: ভারতকে ফারুকের হুঁশিয়ারি
বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের এমন আয়োজনকে স্বাগত জানান প্রশাসনসহ সচেতন মহল। বিজয় দিবসে দেশের মানুষকে নিয়ে ভাবনার ফল স্বরূপই এমন আয়োজন বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
এ সময় তারা সংগঠনটিকে তাদের কাজের জন্য সাধুবাদ জানান।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের সাবেক পিপির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর বলেন, ‘বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক সব সময় মানুষের জন্য করে যাচ্ছে। তাদের বিশেষ উদ্যোগ গুলো আমাদের অনুপ্রাণিত করে। মানুষের জন্য নিজেদের উজার করে দেয়ার প্রবণতা দেখা যায় এই সংগঠনের সবার মধ্যে। বিজয় দিবসে তাদের এই কর্মসূচি সবাইকে ভালোবাসার বার্তাই দেয়। সংগঠনের যে কোনো ভালো কাজে আমাদের সহযোগিতা থাকবে সব সময়।’
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশিকুর রহমান বাবু, দায়িত্বশীল সদস্য ও নিয়মিত রক্তদাতা ফয়সাল, মেহেদী, তানহা সরকার, ইমরুল, রিয়াদ,শাহরিয়ার নাইমসহ আরো অনেকে।
]]>