সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল পর্যন্ত কলেজ প্রশাসন অথবা কলজটির কোনো বিভাগের পক্ষ থেকেই শহীদদের শ্রদ্ধা জানানো হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
জানা যায়, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রতিবছর সরকারি আজিজুল হক কলেজ কর্তৃপক্ষ র্যালির আয়োজন করে। র্যালিতে কলেজ প্রশাসন, কলেজের ২৩ টি বিভাগের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট, স্কাউট ও বিএনসিসি আলাদা আলাদাভবে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এবার কলেজ প্রশাসন থেকে বিজয় র্যালি অথবা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কোনো উদ্যােগ নেওয়া হয়নি। তবে, কলেজ শাখা ছাত্রদল পুষ্পস্তবক অর্পণ করেছে।
আরও পড়ুন: বিজয় দিবসে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা
সরেজমিনে গিয়ে বিজয় দিবসে কলেজের শহীদ মিনারে কোনো পুস্পস্তবক দেখা যায়নি। কলেজটির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব প্রধান বলেন, ‘বগুড়ার সরকারি বড় অন্য দুই কলেজের শহীদদের শ্রদ্ধা জানানো হলেও আজিজুল হক কলেজে প্রশাসন ইচ্ছে করে কোনো উদ্যােগ নেয়নি। একদিকে শহীদের যেমন অবজ্ঞা করা হয়েছে, তেমনি মুক্তিযুদ্ধের অস্তিত্বকেও অস্বীকার করা হয়েছে৷
আরও পড়ুন: বিজয় দিবসের র্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। সেখানে শহীদের প্রতি শ্রদ্ধা না জানানো পুরোটাই জাতির সঙ্গে তামাশা। পুষ্পস্তবক অর্পণ না করে কলেজ প্রশাসন বিতর্ক তৈরির পাশাপাশি শহীদদের প্রতি তাদের অবজ্ঞা দেখিয়েছে।’
জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর বলেন, ‘সরকারি নির্দেশনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে বলা হয়নি। এজন্য এবার র্যালি বা পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। তবে নির্দেশনা অনুযায়ী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে৷’