বিজ্ঞানীদের ভেতর থেকেই বিসিএসআইআরে মেম্বার পদে নিয়োগ দাবি

৩ দিন আগে
বিজ্ঞানীদের ভেতর থেকেই পরিষদের মেম্বার পদে নিয়োগ দেয়ার দাবি তুলেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সব স্তরের বিজ্ঞানীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা কর্মবিরতি পালনের কর্মসূচি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে বিসিএসআইআরের ধানমন্ডি ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজ্ঞানীরা জানান, সোমবার (১০ মার্চ) আইইআরডি অডিটোরিয়ামে বিসিএসআইআরের ঢাকা ও ঢাকার বাইরের ২৫৫ জন বিজ্ঞানীর অংশগ্রহণে আয়োজিত এক সভায় তারা এ সিদ্ধান্তে একমত হয়েছেন।

 

এ সময় বিজ্ঞানীরা অভিযোগ করেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩ (সংশোধনী-২০১৮) অনুযায়ী বিসিএসআইআর-এ সার্বক্ষণিক সদস্যের (প্রশাসন/অর্থ উন্নয়ন/বিজ্ঞান ও প্রযুক্তি) চারটি পদে বিসিএসআইআরে কর্মরত বিজ্ঞানীদের মধ্য থেকে পদায়নের যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী রয়েছেন। যারা ২০ বছরেরও অধিক সময় ধরে বিসিএসআইআরে কর্মরত রয়েছেন। কিন্তু বিপ্লব পরবর্তী সাত মাস পার হলেও বিজ্ঞানীদের মধ্য থেকে কাঙ্ক্ষিত সার্বক্ষণিক সদস্য পদে নিয়োগ দেয়া হয়নি।

 

আরও পড়ুন: পৃথিবীর মতো ‘বাসযোগ্য’ গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা!

 

বিজ্ঞানীরা বলেন, বিসিএসআইআরে ২০ থেকে ২৫ বছর বা আরও বেশি সময় কর্মরত থাকার কারণে একজন বিজ্ঞানী টেকনিক্যাল বিষয়ে অনেক বেশি দক্ষ হন এবং ভালো নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে দক্ষ ভূমিকা রাখতে পারেন। যা বিসিএসআইআর আইনেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

 

পদগুলোতে বিজ্ঞানীদের মধ্য থেকে নিয়োগ দিতে গত ৫ মার্চ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বিসিএসআইআর বিজ্ঞানী সংঘের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান বিজ্ঞানীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন