বুধবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে তার হাতে আর্থিক অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম। এতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আহত সুজন পঞ্চগড় সদর উপজেলার ফুটকীমারী ডাঙ্গাবাড়ী গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে। আন্দোলনের আগে তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: ভারতে সীমান্ত সম্মেলন নিয়ে যে ব্যাখ্যা দিলো বিজিবি
আহত সুজন বলেন, ‘আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পঞ্চগড়ের ধাক্কামারা এলাকায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হই। টাকা-পয়সা না থাকায় চিকিৎসা ও পরিবার নিয়ে বহুমাত্রিক সংকটে দিন পার করছিলাম। বিজিবির এই সহায়তা বেশ উপকারে আসলো। এখন চিকিৎসার পাশাপাশি এই টাকা দিয়ে ছোট একটি ব্যবসা শুরু করবো।’
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘বিজিবি হেডকোয়ার্টার্স এর নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত সুজকে পুনর্বাসনে সহায়তা প্রদান করা হয়েছে। আমরা আশা করি এই টাকা দিয়ে ছোট পরিসরে হলেও নতুন একটি যাত্রা শুরু করতে পারবেন তিনি।’
আরও পড়ুন: ওপারে ধোঁয়ার কুণ্ডলী, এপারে সতর্ক বিজিবি
সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের মানুষের সেবায় বিজিবি এগিয়ে যাবে বলেও জানান তিনি।
]]>