সীমান্তের এক কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে গোপন সংবাদের ভিক্তিতে বিজিবির একটি টহল দল তাদেরকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ওই দুই মোটরসাইকেল আরোহী। পরে মোটরসাইকেলের সিট কাভারের নিচ থেকে তল্লাশি করে ১৪১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপপুর গ্রামে এসব ফেনসিডিল জব্দ করে বিজিবি। দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটলিয়ন।
আরও পড়ুন: সীমান্তে ৫৭ ভরি স্বর্ণ ছুঁড়ে ফেলে পালালেন নারী!
বিজিবি জানায়, কিরণগঞ্জ সীমান্ত দিয়ে ঈদ উপলক্ষে বিপুল পরিমাণে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে টাপপুর গ্রামে তল্লাশি অভিযান শুরু করে বিজিবি। কিরণগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মোটরসাইকেল আরোহীদের ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে এসব ফেনসিডিল জব্দ করে।
জব্দকৃত ফেনসিডিল ও মোটরসাইকেল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়ে বলে জানান ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে ঈদ উপলক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।