বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ৪টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রাম থেকে রাকিবুল হাসান নামে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাকিবুল হাসান আব্দুস সালাম হাটুলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
আরও পড়ুন: যশোরে স্টিলের বক্স থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
নিহতের পরিবার জানায়, মা রুবিনা আক্তার ও ছোট ভাই শাকিলকে নিয়ে তার বাবা আব্দুস সালাম নরসিংদী থাকে। সেখানে একটি গরুর খামার দেখাশোনার কাজ করেন রাকিবের বাবা-মা। তাই বাড়িতে একাই থাকতেন রাকিবুল। অন্যান্য দিনের মতো বুধবার রাতে বসতঘরের নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন রাকিব। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় রাকিবের ফুফু শিউল আক্তার দুপুর ১২টার দিকে তার ঘরে গিয়ে দেখেন দরজা খোলা। পরে ভেতরে গিয়ে রাকিবের মুখে বালিশ চাপা দেয়া অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারের আশেপাশের লোকজন ছুটে এসে বালিশ সরিয়ে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ বিকেলে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’