বিচার ও সংস্কার করেই নির্বাচন হতে হবে: এনসিপি নেতা লুৎফর রহমান

৩ সপ্তাহ আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান বলেছেন, বিচার এবং সংস্কার- দুটো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরে আসলে নির্বাচন হওয়া উচিত এবং হতে হবে।

শুক্রবার (১৩ জুন) বিকালে জামালপুর পৌর এলাকার বাইপাস সড়কের লাইটহাউস মোড় চন্দ্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা কার্যালয় উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


লুৎফর রহমান বলেন, ‌‘বিচার এবং সংস্কার না করে যদি ইলেকশনের দিকে যাই, তাহলে গতকাল রাতে পটুয়াখালীর গলাচিপায় ডাকসুর সাবেক ভিপি নূর এবং তার নেতাকর্মীদের উপর যে হামলাটি হয়েছে, সেটি আমাদের স্মরণ করিয়ে দেয় সংস্কারবিহীন বাংলাদেশে কী ধরণের নির্বাচন হবে, কী ধরনের রাজনৈতিক সম্প্রতি হবে। আমরা মনে করি, সংস্কার এবং বিচার এটি অবশ্যই আগে। এটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পরেই নির্বাচন হওয়া উচিত।’

 

আরও পড়ুন: কী কথা হলো ড. ইউনূস-তারেক রহমান বৈঠকে?


এ সময় বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম, জাতীয় যুব শক্তির যুগ্ম আহবায়ক হিফজুল রহমান বকুল এবং আশরাফুল ইসলাম বুলবুল।

 

May be an image of 2 people and text that says "" তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন, সকল প্রস্ুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। ইউনুস তারেক " বেঠকের পর যোথ বিবৃতি সময় ময়"
]]>
সম্পূর্ণ পড়ুন