মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় শুক্রবার রাতে শুরু হওয়া বিক্ষোভ শনিবার তীব্র আকার ধারণ করে। ক্রমেই ছড়িয়ে পড়ে সহিংসতা। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ।
এক পর্যায়ে সড়কের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তাকর্মীরা। করা হয় ব্যাপক লাঠিচার্জ। বিক্ষোভকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। গাড়িতেও ধরিয়ে দেয়া হয় আগুন।
আইসিই অভিবাসন অভিযানে ৪৪ জন আটক হওয়ার পর শুরু হয় এই উত্তেজনা। এক পর্যায়ে পরিস্থিতি স্থানীয় প্রশাসনের বাইরের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরও পড়ুন: নতুন দল গঠনের প্রস্তাব ইলন মাস্কের, নাম ‘আমেরিকা পার্টি’!
এমন প্রেক্ষাপটে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে দুই হাজার ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের ওপর সহিংসতা, ফেডারেল আইনের প্রতি অবমাননা ঠেকাতেই এ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য এই অভিযান অপরিহার্য ছিল বলেও বিবৃতিতে জানায় হোয়াইট হাউস।
স্থানীয় সময় রোববার ভোরে লস অ্যাঞ্জেলেসের সিটি হলের কাছে হেলমেট পরা সেনাদের অস্ত্র এবং হাতে ঢাল নিয়ে অবস্থান করতে দেখা যায়। দুপুরের পর আরও বিক্ষোভ হওয়ার আশঙ্কায় আগে থেকেই সেখানে তাদের মোতায়েন করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের বহু বাসিন্দা অভিবাসী। মার্কিন আদমশুমারি অনুযায়ী শহরের এক-তৃতীয়াংশই বিদেশে জন্মগ্রহণকারী। আইস অভিযানে এইসব পরিবারে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: ইলনকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, হুমকি ট্রাম্পের
বিবিসি বলছে, টানা দুই দিন বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্টের এ পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
তিনি বলেন, এটি রাষ্ট্রীয় কর্তৃত্বে হস্তক্ষেপ এবং জনসাধারণকে ভয় দেখানোর চেষ্টা। আইসিই শহরে আতঙ্ক ছড়াচ্ছে বলেও অভিযোগ তার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডেমোক্রেট এই নেতা বলেন, রিপাবলিকান প্রেসিডেন্টের এই পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানিমূলক এবং এতে কেবল উত্তেজনা বাড়বে।