মানবাধিকার লঙ্ঘনের এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে শুক্রবার (১ আগস্ট) দুপুরে নিহতদের বাড়িতে পৌঁছায় এনসিপির মানবাধিকার সেলের নেতারা। নিহত দুই যুবক মিল্লাত ও লিটনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নেতারা। তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় নিহতদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আরও পড়ুন: ১৭ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করল বিএসএফ
মানবাধিকার সেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা নফিউল ইসলাম, ওমর আলী রাজ, জাতীয় নাগরিক পার্টির সংগঠক তানবীরুল হক, ফেনী জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, আব্দুল্লাহ আল জোবায়ের, আব্দুল কাদের, বদরুদ্দোজা নোভল, সানা উল্লাহ রাসেদ ও জাহাঙ্গীর আলমসহ ছাত্র প্রতিনিধি আব্দুল আজিজ, সোহরাব হোসেন শাকিল ও রাফি প্রমুখ।
নেতারা বলেন, সীমান্তে বারবার এমন হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এ বিষয়ে সরকারের উচিত কূটনৈতিক পর্যায়ে কঠোর প্রতিবাদ জানানো।
এনসিপি ভবিষ্যতেও এমন ঘটনায় পাশে থাকার জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায়।