বিএসএফের গুলিতে আহত ২ বাংলাদেশি যুবক

১ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী দুই যুবক গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে সিংনগর বিওপির সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।

 

সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ১০ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪/৫ এর ১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন দুই যুবক।

 

গুলিবিদ্ধ অবস্থায় সঙ্গীরা তাদেরকে উদ্ধার করে বিকেলে রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি করে। রাতে হাসপাতাল থেকে গোপনে পালিয়ে যায় তারা। তবে বিজিবির পক্ষ থেকে শুধু সেলিমের গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করা হয়েছে।

 

আরও পড়ুন: ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

 

এবিষয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, এ ব্যাপারে শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফর সাথে যোগাযোগ করলে, তারা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করেন। তবে তাদের পক্ষ থেকে কোনো গুলি ছোঁড়া হয়নি বলে জানান।

 

আরও পড়ুন: বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ আড়াই মাস পর ফেরত

 

অধিনায়ক আরও জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে আহতদের বাড়ি গিয়ে জানার চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কথা বলতে চাননি। বিষয়টি তারা এড়িয়ে যান।

]]>
সম্পূর্ণ পড়ুন