বিএল কলেজের প্রশ্নে ধানমন্ডি ৩২ এর বাড়ি, পরীক্ষা বাতিল করে তদন্ত কমিটি গঠন

১ সপ্তাহে আগে
খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি নিয়ে প্রশ্ন করা হয়েছে। একই সঙ্গে ওই প্রশ্নপত্রের কয়েকটি নম্বরে বিভিন্ন ভুল থাকায় প্রথমে প্রশ্ন ও পরে পরীক্ষা বাতিল করে তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (২ জুলাই) বিএল কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষায় সৃজনশীল পদ্ধতির প্রশ্নটি করা হয়।


জানা গেছে, ৯ নম্বর প্রশ্নের উদ্দীপকে ছিল ‘জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পরিদর্শনে যান। সেখানে একজন মহান নেতার ছবির সামনে দাঁড়িয়ে বলেন, এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার, যিনি ১৯৬৬ সালে কিছু দাবি পেশ করেছিলেন। আর এগুলো ছিল আমাদের প্রাণের দাবি, প্রত্যাশিত স্বপ্ন পূরণের চাবিকাঠি। পরবর্তীতে এ দাবিগুলো মুক্তিকামী জনতার মধ্যে গভীর উদ্দীপনার সৃষ্টি করে।’ এর ওপর প্রশ্ন ৪টি প্রশ্ন ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর বিষয়টি নজরে এলে শিক্ষার্থীদের কাছ থেকে দ্রুত প্রশ্ন ফেরত নেয়া হয়।


কলেজ সূত্রে জানা গেছে, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্য রঞ্জন সরকার প্রশ্ন তৈরি করেছিলেন। তাকে এরইমধ্যে শোকজ করেছে কলেজ প্রশাসন। ঘটনা তদন্তে ইসলামী ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেবকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস: সেই সহকারী কমিশনার চাকরিচ্যুত


বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেখ হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি নজরে আসার পর প্রশ্ন প্রত্যাহার করে নেয়া হয়। পরে পরীক্ষাটি বাতিল করা হয়েছে। ওই শিক্ষককে শোকজ করা হয়েছে, শুধু ৯ নম্বর নয়, প্রশ্নের ক্রমিকে ৪, ৭, ৯ ও ১১ নম্বর প্রশ্নের ভেতরেও ভুল ছিল। কয়েকটি প্রশ্নের সঙ্গে উদ্দীপকের মিল ছিল না।’


এদিকে, নিত্য রঞ্জন সরকারকে বৃহস্পতিবার কলেজে পাওয়া যায়নি। ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন ধরেননি।

]]>
সম্পূর্ণ পড়ুন