বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে মশাল মিছিল থেকে বোমা বিস্ফোরণ

১ সপ্তাহে আগে
আগামী ২৩ আগষ্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে শহরে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীরা। এ সময় বুধবার (২০ আগষ্ট) সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হরতাল পালনের আহ্বান করা হয়। একইসঙ্গে শহরের দয়াময়ী মোড়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় তারা।

মশাল মিছিলে অংশ নেয়া বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘ ৯ বছর পর আগামী ২৩ আগষ্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন হচ্ছে। অথচ সেখানে উপেক্ষিত তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীরা।

 

তাদের দাবি, ঘোষিত সম্মেলনের তারিখ পরিবর্তন করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের মাধ্যমে সম্মেলন করতে হবে। বুধবার (২০ আগস্ট) অর্ধ দিবস হরতাল পালনের আহ্বানও করে তারা। মশাল মিছিলটি দয়াময়ী চত্বরে আসলে অর্ধশত সাউন্ড বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ নিয়ে শহরে ব্যবসা প্রতিষ্ঠানের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

আরও পড়ুন: শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় ছাত্রদল নেতা বহিষ্কার

 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮ টার দিকে জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদের নেতৃত্বে শহরের বকুল তলা চত্বর থেকে হরতালের সমর্থনে মশাল মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে কয়েকটি সাউন্ড বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরে বিক্ষোভকারী যার যার মতো ফিরে যায়। ফেরার পথে আরও কয়েক জায়গায় সাউন্ড বোমা বিস্ফোরণ ঘটায়। সব মিলিয়ে প্রায় অর্ধশত সাউন্ড বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব বলেন, ‘কিছু বিতর্কিত লোক জেলা বিএনপির সম্মেলনকে বিতর্কিত করতে হরতাল ডেকেছে। মশাল মিছিল করেছে। বিষয়টা আমরা সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়েছি। আমরা জেলা বিএনপির সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করছি। ওই সকল বিতর্কিত লোকের কর্মকাণ্ডে কান দিচ্ছি না। আর জামালপুরের মানুষ হরতালকে প্রত্যাখান করবে আমি আশা করি।’

 

আরও পড়ুন: জামালপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘এ ঘটনায় আমরা এখনো কোনো অভিযোগ পায়নি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। এছাড়াও অডিও এবং ভিডিও তদন্ত করা হচ্ছে। যদি কোনো অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

]]>
সম্পূর্ণ পড়ুন