সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে এ হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
জানা গেছে, বিকেল ৩টায় স্থানীয় মুক্তমঞ্চে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি। এ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে স্থানীয় রাজার মাঠে জড়ো হন। পরে সেখান থেকে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী ও সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়।
এ সময় শহরের বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে শেষ হয়। পরে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ছবি তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুজন কর্মী আহত হন। পরে জেলা বিএনপির সদস্য সচিব মঞ্চ থেকে নিচে নেমে এসে পরিস্থিতি শান্ত করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে ইসিতে বিএনপি-এনসিপি হাতাহাতি
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন বলেন, ‘এটা আসলে কোনো হাতাহাতি বা মারামারির বিষয় না। এটা বিএনপির প্রোগ্রাম, সে হিসেবে অনেক মানুষ এসেছে। জায়গাটাও একটু ছোট, সেজন্য মিছিল আসার পর মুক্তমঞ্চে ঢোকার সময় যুবদলের কর্মীদের মধ্যে একটু ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে আমরা মঞ্চ থেকে নেমে পরিস্থিতি শান্ত করি।’
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম বলেন, ‘যুবদলের দুগ্রুপের মধ্যে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। এখানে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা ছিলেন। মঞ্চে ঢোকার সময় একটা হাতাহতির ঘটনা ঘটে। সেটা আসলে কার সঙ্গে কার হয়েছে সেটা তদন্ত করার পরে বোঝা যাবে। তবে যুবদলের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেনি।’