বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান নার্গিস, চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন

৪ সপ্তাহ আগে ১০
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান হয়েছেন দলের যশোর জেলা শাখার সাবেক আহ্বায়ক নার্গিস বেগম। আর চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন দলের নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন। বুধবার (১২ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ (বুধবার) জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে মনোনীত করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস। বিএনপি সূত্র জানিয়েছে, চলমান সাংগঠনিক পুনর্গঠনে এই দুই নেতাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পূর্ণ পড়ুন