ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে (ইসি) বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের জমা দেয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৯ ডিসেম্বর তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে মনোনয়নপত্রসহ হলফনামা দাখিল করেন খৈয়ম। গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।
হলফনামা সূত্রে জানা গেছে, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বার্ষিক আয় ২৪ লাখ ২৩ হাজার ৭০০ টাকা। তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে- নিজ নামে নগদ টাকা ২৫ লাখ ৯০ হাজার ৪২২ টাকা ও তার স্ত্রীর নামে রয়েছে ১২ লাখ ৯৭ হাজার ৮৮৬ টাকা। খৈয়ম ও তার স্ত্রীর নামে বিভিন্ন ব্যাংকে ৪টি পৃথক একাউন্ট রয়েছে।
আরও পড়ুন: জমি-বাড়ি নেই ববি হাজ্জাজের, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ
এ ছাড়াও রাজবাড়ী জুট মিলে খৈয়মের এক কোটি ৮০ লাখ টাকার শেয়ার, অরিয়ট জুট মিলস লিমিটেডে ২০ লাখ টাকার শেয়ার, টেন ফোল্ড ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকা ও মেসার্স অরিয়ট ক্রাফটস ফার্ময় ১০ লাখ টাকার শেয়ার কেনা রয়েছে। খৈয়মের স্ত্রীর নামে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। এ ছাড়াও স্ত্রীর নামে রয়েছে ৬২ লাখ টাকার একটি মোটরযান।
হলফনামায় অস্থাবর সম্পদের মধ্যে ১৫ হাজার টাকার স্বর্ণ (অর্জনকালীন মূল্য) ও স্ত্রীর নামে স্বর্ণের গয়না রয়েছে ১৫ হাজার ৭৫০ টাকার। এ ছাড়াও রয়েছে ৯৫ হাজার টাকা দামের দুটি এসি, স্ত্রীর নামে ৪০ হাজার টাকার ফ্রিজ ও ৪০ হাজার টাকা মূল্যের খাট ও আলমারি রয়েছে। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের একটি আগ্নেয়াস্ত্র রয়েছে যারা মূল্য হলফনামায় উল্লেখ করা হয়েছে এক লাখ ৮ হাজার টাকা। তার অস্থাবর সম্পদের মোট অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে দুই কোটি ৪৩ লাখ ৮ হাজার ৪২২ টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য হলফনামায় দেখানো হয়েছে ৫ কোটি টাকা।
খৈয়মের স্ত্রী মাইনুন নাহার নামে অস্থাবর সম্পদের মোট অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৮০ লাখ ৯৩ হাজার ৬৩৬ টাকা, যার বর্তমান মূল্য হলফনামায় দেখানো হয়েছে এক কোটি ৫০ লাখ টাকা।
আরও পড়ুন: হলফনামায় মির্জা আব্বাসের সম্পদের পরিমাণ
স্থাবর সম্পদের হলফনামায় দেখা যায়, আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নামে কোনো কৃষি জমি মনেই। ১ দশমিক ৭৫ শতাংশ অকৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ১১ হাজার ৬৬৭ টাকা। এই জমিতে ষষ্ঠ তলা ভিতসহ যৌথভাবে দুই তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে। যার ব্যয় দেখানো হয়েছে ৪৫ লাখ ৪৫ হাজার টাকা। তার স্ত্রীর নামে রাজবাড়ী শহরে পুরাতন বাড়িসহ একটি জমি রয়েছে যার অর্জনকালীন মূল্য ৯ লাখ ৬১ হাজার ১০৪ টাকা।
হলফনামায় খৈয়মের নামে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্লাট রয়েছে, যার মূল্য হলফনামায় ৭৫ লাখ ৩৯ হাজার ৫৪৯ টাকা দেখানো হয়েছে। তার মৎস্য চাষে বিনিয়োগ রয়েছে ১০ লাখ টাকার। খৈয়মের মোট স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে এক কোটি ৩০ লাখ ৯৬ হাজার ২১৬ টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
এ ছাড়াও তার স্ত্রীর নামে মোট স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৯ লাখ ৬১ হাজার ১০৪ টাকা, কিন্তু যার বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা।
আরও পড়ুন: পেশায় কৃষক গয়েশ্বর রায়ের সম্পদ ৬১ কোটি টাকার
হলফনামায় খৈয়মের নামে বিভিন্ন ব্যাংকে দায়ের পরিমাণ উল্লেখ করা হয়েছে এক কোটি ৭০ লাখ ৭১ হাজার ২৪০ টাকা। তার স্ত্রীর নামে হাউজ বিল্ডিং লোন রয়েছে ৫৭ লাখ ৬৪ হাজার ৫৫২ টাকা ও এনআরবি ব্যাংকে ব্যক্তিগত লোন রয়েছে ৬০ লাখ টাকা।
এ ছাড়াও তার শেয়ার থাকা রাজবাড়ী জুট মিলস লিমিটেডের নামে ২৫৭.৭৭ কোটি টাকা ও অরিয়েট জুট মিলস লিমিটেডের ৩৭ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৫৪৫ টাকা ৫০ পয়সা ঋণ রয়েছে।
২০২৫-২০২৬ অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী, খৈয়মের মোট আয় দেখানো হয়েছে ২৪ লাখ ২৩ হাজার ৭০০ টাকা। আয়কর বিবরণীতে তার মোট সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছে ২ কোটি ৮৫ লাখ ৪৮ হাজার ৮৯৪ টাকা। এর বিপরীতে তিনি ১ লাখ ৪৪ হাজার ৭৪০ টাকা আয়কর পরিশোধ করেছেন।
আরও পড়ুন: টাকা-পেশিশক্তির ভিড়ে অন্যরকম এক প্রার্থী মিজানুর রহমান
তার স্ত্রী মাইনুন নাহারের মোট আয় দেখানো হয়েছে ৮ লাখ ৭৮৮ টাকা। আয়কর বিবরণীতে তার মোট সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছে ৯৯ লাখ ৮৭ হাজার ১৮৮ টাকা। এর বিপরীতে তিনি ৩৭ হাজার ৫৩৩ টাকা আয়কর পরিশোধ করেছেন।
এ ছাড়াও সন্তানের মোট আয় দেখানো হয়েছে ৭ লাখ ২২ হাজার টাকা। আয়কর বিবরণীতে তার মোট সম্পদের মূল্য উল্লেখ করা হয়েছে ৬২ লাখ ৮ হাজার ৯৭০ টাকা। এর বিপরীতে তিনি ৩২ হাজার ২০০ টাকা আয়কর পরিশোধ করেছেন।
হলফনামায় পেশা হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ব্যবসা এবং তার স্ত্রী শিক্ষকতা পেশা থেকে অবসরে গেছেন সেটা উল্লেখ করা হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমএসএস পাশ ও বয়স ৬৮ বছর দেখানো হয়েছে।
হলফনামায় তার নামে রাজবাড়ী ও ঢাকার আদালতে ৪টি মামলা ছিল। যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন মর্মে উল্লেখ করা হয়েছে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·