শনিবার (২৮ জুন) বেলা ১২ টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণতান্ত্রিক দলে প্রতিযোগিতা বেশি থাকাটা স্বাভাবিক। আর দেশের জনগণের চাওয়াই বিএনপির চাওয়া। আর সেটা হলো জাতীয় নির্বাচন।’ ‘অন্য দলের সঙ্গে আমাদের তুলনা করে লাভ নেই। তাদের প্রার্থী খুঁজতে হয়, আর আমাদের প্রার্থী বাছাই করতে হয়। এছাড়া বর্তমান যে পরিস্থিতি তাতে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন।
এর আগে সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটির কোষাধক্ষ্য ও সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির সদস্য সচিব রশিদুজ্জামান মিল্লাত।
সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং।
আরও পড়ুন: তৃণমূলে বিএনপির নানামুখী প্রস্তুতি, নেতাদের সামনে কঠিন পরীক্ষা
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, মুলাদীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য আব্দুস সত্তার খান, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।