মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আমরা এখনও বিরোধী দল। নানা অপপ্রচার ও অপতথ্যের শিকার হচ্ছি। ৫ আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপিকে টার্গেট করা হচ্ছে।’
তিনি বলেন, ১/১১-এর ‘মাইনাস টু’ পরিকল্পনার ব্যর্থতা ঢাকতেই এ ধরনের নতুন বয়ান তৈরি করা হচ্ছে। বিএনপিকে মুছে ফেলার চেষ্টা চলছে।
আরও পড়ুন: নিউইয়র্কের ঘটনা ফের প্রমাণ করল আওয়ামী লীগ বিন্দুমাত্র অনুশোচনা করে না: ফখরুল
রিজভী আহমেদ বলেন, ‘যারা নতুন বয়ান তৈরি করে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করছেন, তারা কেউ রেহাই পাবেন না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। নিউইয়র্কে যে তাণ্ডব চলেছে সেটিই তার প্রমাণ।’
বিএনপি নানাভাবে অপপ্রচার-অপতথ্যের শিকার দাবি করে তিনি বলেন, ‘যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে ফ্যাসিবাদীদের সঙ্গে প্রেম করছেন, সেটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। ’
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে, সেই বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত। অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ২২ পরিবারকে চিকিৎসা সহায়তা দেয়া হয়।