ডাকসুতে বিএনপি জামায়াতের কৌশল ও নিজেদের অবক্ষয়ের কারণে হেরে গেছে। বিএনপির দুর্বলতাগুলো যে ডাকসু নির্বাচনে সামনে চলে এসেছে, এটা তাদের জন্য একদিক দিয়ে ইতিবাচক এ জন্য যে তারা সংশোধনের জন্য নতুন পথ খুঁজতে পারবে। তবে অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলবেন; ‘পরিশুদ্ধ’ হওয়ার মতো ইচ্ছাশক্তি ও সাংগঠনিক সামর্থ্য কি বিএনপির আছে?