বিএনপি সরকার গঠন করলে গ্রামে গ্রামে সুচিকিৎসা নিশ্চিত হবে: তারেক

২ সপ্তাহ আগে
সরকারি-বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনগণের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। পাশাপাশি গ্রামে গ্রামে চিকিৎসা দল গঠন করে জনগণের মাঝে সচেতনতা বাড়ানো হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৮ অক্টোবর) বগুড়ার গাবতলী উপজেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) এক চিকিৎসা ক্যাম্পে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। একই অনুষ্ঠানে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন: জেডআরএফের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান।


তারেক রহমান বলেন, ‘আগামীতে বিএনপি সরকার গঠন করলে হাসপাতালগুলোতে শয্যা ও চিকিৎসক সংখ্যা বাড়ানো হবে, যেন রোগীদের আর হাসপাতালের বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে না হয়।’


আরও পড়ুন: বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে ৮০% নেটিজেনের প্রতিক্রিয়া ইতিবাচক


ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বিএনপির স্বাস্থ্যখাতে অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, ‘সরকারি খরচে প্রাইভেট ক্লিনিকগুলোতেও সুচিকিৎসা গ্রহণের পরিকল্পনা নেয়া হবে।’


তারেক রহমান আরও বলেন, ‘এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ রোগ প্রতিরোধ ও মৃত্যু ঝুঁকি হ্রাসের তালিকায় একটি অন্যতম আধুনিক দেশে পরিণত হবে।’


বিশেষ অতিথির বক্তব্যে জেডআরএফের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান দীর্ঘ ২৬ বছর ধরে সংগঠনটির মানবিক কার্যক্রমের বিবরণ দেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন মানুষের পাশাপাশি পশু ও কৃষিক্ষেত্রেও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।’


আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ঘটনায় তারেক রহমানের উদ্বেগ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান


অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, এবারই প্রথম তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান একই মঞ্চে (ভার্চুয়াল) জনসম্মুখে বক্তব্য রাখলেন। এতে স্থানীয় বিএনপিকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।


জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাবতলী উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটিতে প্রায় ৭ হাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়। ক্যাম্পটি চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।


জেডআরএফের সভাপতি অধ্যাপক ফরহাদ আলিম ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ পাভেল, সদস্য আতিকুর রহমান রুমন, বগুড়া ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. শাজাহান আলী এবং গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন