বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে হাসপাতাল রোডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বসুরহাট বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 

 

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও শিল্পপতি ফখরুল ইসলাম।

 

সমাবেশে তিনি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দল সামান্য বাতাসে হেলে পড়ার মতো নয়। বিএনপিকে নিয়ে আলোচনা-সমালোচনার মাঝে অনেক ফাঁদ পাতা থাকে। এসব ফাঁদে পা দিলে চলবে না। জাতীয় নির্বাচন পেছাতে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের জবাব দিতে নেতাকর্মীদের বস্তুনিষ্ঠভাবে সত্য তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে।’

 

আরও পড়ুন: নোয়াখালীতে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

 

সমাবেশে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন

]]>
সম্পূর্ণ পড়ুন