বিএনপি নেতা মুস্তাফিজুর রহমানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

৩ সপ্তাহ আগে
বরিশাল জেলার উজিরপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, শোলক ভিক্টোরিয়া স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও শেরেবাংলা কলেজের সাবেক ভিপি মুস্তাফিজুর রহমান টুকু মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মুস্তাফিজুর রহমান টুকু মজুমদার শুক্রবার (৬ জুন) রাত ১২টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন।

 

রোববার (৮ জুন) রাতে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম মুস্তাফিজুর রহমান টুকু উজিরপুর উপজেলা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার গতিশীল নেতৃত্বে উজিরপুর উপজেলা বিএনপি একটা মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

 

আরও পড়ুন: খালেদা জিয়া এখনও গণতন্ত্রের প্রতি আস্থা রাখছেন: মির্জা ফখরুল

 

শোকবার্তায় তিনি বলেন, একজন আদর্শবান স্কুল শিক্ষক হিসেবে এলাকায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষের নিকট তিনি ছিলেন সম্মানীয় ব্যক্তি। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন সংগ্রামে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে।

 

মির্জা ফখরুল বলেন, আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম মুস্তাফিজুর রহমান টুকুকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।

 

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিতের দাবি রিজভীর

 

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

]]>
সম্পূর্ণ পড়ুন