মুস্তাফিজুর রহমান টুকু মজুমদার শুক্রবার (৬ জুন) রাত ১২টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন।
রোববার (৮ জুন) রাতে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম মুস্তাফিজুর রহমান টুকু উজিরপুর উপজেলা বিএনপিকে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার গতিশীল নেতৃত্বে উজিরপুর উপজেলা বিএনপি একটা মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়া এখনও গণতন্ত্রের প্রতি আস্থা রাখছেন: মির্জা ফখরুল
শোকবার্তায় তিনি বলেন, একজন আদর্শবান স্কুল শিক্ষক হিসেবে এলাকায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ মানুষের নিকট তিনি ছিলেন সম্মানীয় ব্যক্তি। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন সংগ্রামে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে।
মির্জা ফখরুল বলেন, আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম মুস্তাফিজুর রহমান টুকুকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিতের দাবি রিজভীর
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
]]>