বিএনপি গণমানুষের দল, দমিয়ে রাখতে পারবেন না: রুমিন ফারহানা

৩ সপ্তাহ আগে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির গণমানুষের দল, তারেক রহমানের দল। এই দলকে যদি মনে করেন, আপনারা দমিয়ে রাখবেন, তাহলে তারা সারা জীবনের সবচেয়ে বড় ভুল চিন্তা করছেন।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা চত্বরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক, কালো ব্যাচ ধারণ ও বিজয়ের বর্ষপূর্তি পালন সহ শোক র‍্যালি শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।


রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা শত শত গুম খুন, হাজার হাজার হত্যা মামলা দিয়েও আমাদেরকে ঘরে আটকে রাখতে পারে নাই। সুতরাং ভালোই ভালোই বলব, মানুষের ভোটের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দিন। মানুষ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে। মানুষ যাকে ভোট দেবে সেই এমপি হবে।


তিনি বলেন, অনেক তালবাহানা আপনারা করেছেন। তালবাহানা আর করবেন না। আশা করছি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ। এই নির্বাচনে বিএনপি, বিএনপি নেতাকর্মী, বিএনপির সমর্থক সকলের ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ।


আরও পড়ুন: মিটফোর্ডের হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ: রুমিন ফারহানা


তিনি জুলাই যোদ্ধাদের এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই আন্দোলনে বিএনপির ৪০০ নেতাকর্মী প্রাণ দিয়েছে। সুতরাং এই অভ্যুত্থান যতটা বিএনপির এর চেয়ে বেশি কারো নয়।


সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন