বিএনপি ক্ষমতায় এলে প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে দেশ গড়া হবে: প্রিন্স

২ সপ্তাহ আগে
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিহিংসার রাজনীতি নয়, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়া হবে। ইনশাআল্লাহ, জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি হালুয়াঘাট–ধোবাউড়াকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলব।

সোমবার (২৯ ডিসেম্বর)  সকালে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামে নিজ বাড়ি 'ধারা মিয়া বাড়ি' ঈদগাহ মাঠে তিনি এ কথা বলেন।


মনোনয়নপত্র দাখিলের আগে তিনি হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামে নিজ বাড়ি 'ধারা মিয়া বাড়ি' ঈদগাহ মাঠে তার সাথে সাক্ষাৎ করতে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, আলেম, ওলামা, গণ অভ্যুত্থানে শহীদ পরিবার, সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান, সদস্য, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক, ছাত্র, কৃষক ও নারী এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে তিনি আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতে অংশ নেন। এ সময় তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চান এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


মুনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, 'আমি এই মাটি ও মানুষের সন্তান। আমার রাজনৈতিক লড়াই ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়, বরং হালুয়াঘাট–ধোবাউড়ার মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, উন্নয়ন থেকেও পিছিয়ে রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে কাজ করতে চাই।'


আরও পড়ুন: জামায়াতের জোটে যুক্ত হচ্ছে এবি পার্টি, মনোনয়নপত্র জমা দিলেন ফুয়াদ


তিনি কান্না জড়িত কণ্ঠে বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান ও তার দ্রুত সুস্থতা কামনা করেন।


এরপর দুপুরে এমরান সালেহ প্রিন্সের মনোনয়ন দাখিল উপলক্ষে ধোবাউড়া উপজেলার ভূট্টা এতিমখানা ও মাদরাসা প্রাঙ্গণে উপজেলা বিএনপি দোয়া মাহফিলের অয়োজন করে । ভার্চুয়ালি ওই দোয়া মাহফিলে সংযুক্ত থেকে সকলের কাছে দোয়া চান এবং মোনাজাতে অংশ নেন।


এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, জমিয়তে উলামা ইসলামের মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন বক্তব্য রাখেন।

 

সেখান থেকে তিনি দুপুরে হালুয়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসা আলী নূরের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এরপর তিনি দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে হালুয়াঘাটে দাখিল করা মনোনয়নপত্রের এক কপি ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরণ করেন। মনোনয়নপত্র দাখিলকালে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং পুরো কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


 

]]>
সম্পূর্ণ পড়ুন