মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল। তবে তার আগে মুসিয়ালার চোট নিঃসন্দেহে ক্লাবটির জন্য বড় ধাক্কা।
আউক্সবুর্কের বিপক্ষে ম্যাচের ৫৪তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ২২ বছর বয়সী এই তরুণ ফুটবলার। তবে এখনও তার চোটের ধরণ নিশ্চিত করে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি।
আরও পড়ুন: দুই যুগ পর বায়ার্ন ছাড়ার ঘোষণা টমাস মুলারের
মুসিয়ালা মাঠ ছাড়ার ৪ মিনিট পর আরও একটি বড় ধাক্কা খায় দলটি। ডিফেন্ডার সেদ্রিক সেজিগ মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। এক জন কম নিয়ে খেলে তার দুই মিনিট পরই এগিয়ে যায় বায়ার্ন। ৬০ মিনিটে দারুণ হেডে গোলটি করেন হ্যারি কেইন।
অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে বায়ার্নের। তবে দারুণ জয়ের পরেও দলটির কোচ ভিনসেন্ট কোম্পানির কণ্ঠে ছিলো হতাশা।
আরও পড়ুন: অবসরের ঘোষণা দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা
‘এই মৌসুমে এরই মধ্যে জামালকে ছাড়া কয়েক ম্যাচে খেলেছি। আমি ডাক্তার না এবং আমি বেশি দূরে তাকাতে চাই না। দুর্ভাগ্যবশত, মনে হচ্ছে সে ইন্টার ম্যাচে খেলতে পারবে না। আজ এবং কালকের পরীক্ষা-নিরীক্ষার পর আমরা আরও জানতে পারব।’
এদিকে তিন ডিফেন্ডার হিরোকি ইতো, আলফুঁস ডেভিস ও দায়ত উপামেকানো এবং গোলরক্ষক মানুয়েল নয়ারকে পাচ্ছে না বায়ার্ন। এবার তাদের চোটের তালিকায় নতুন সংযোজন মুসিয়ালা।
]]>