মুসল্লিরা জানান, ঈদুল আজহার নামাজের পর রয়েছে পশু কোরবানি। মহান আল্লাহর সন্তুষ্টি এবং অনুগ্রহ লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন।
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা ঈদুল আজহা উদ্যাপন করছেন। এরইমধ্যে রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে মুসল্লিদের। সকাল ৭টায় ঈদের প্রথম জামাতে অংশ নেয়ার জন্য দলবেঁধে বায়তুল মোকাররমে প্রবেশ করেন তারা।
আরও পড়ুন: ত্যাগের মহিমার পবিত্র ঈদুল আজহা আজ
এখানে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ সকাল ১০টায় এবং পঞ্চম ও সবশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
এদিকে, ঈদের জামাতের প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। যেখানে এককাতারে ঈদের নামাজে ঘুচবে ভেদাভেদ, মিলবে প্রাণে প্রাণ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। তবে বৃষ্টি হলে ৮টায় জামাত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
ঈদ মানেই আনন্দ। এ আনন্দ ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সর্বজনীন করার বার্তা দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। আর ঈদুল আজহা মানেই ত্যাগের উৎসর্গ। ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করে তার মনের পরিশুদ্ধিতা অর্জন করবেন।
পবিত্র কোরআনে বর্ণিত আছে, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা ওই পশুদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। আর তোমাদের প্রতিপালক তো এক আল্লাহই, তোমরা তারই অনুগত হও। (সুরা হজ: ৩৪)
]]>