গ্রেফতারকৃতরা হলেন, নাঈম, রিফাত ও শাওন। দুই সপ্তাহ পর তাদের গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পাঠানো হয়েছে আদালতে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম এ তথ্য জানান।
আরও পড়ুন: ফেসবুকে হাহা রিয়েক্টের জেরে ছুরিকাঘাত, আহত ৪
তিনি জানান, আসামিদের দুইজন আব্দুর রশিদের বাসার ভাড়াটিয়া ছিলেন। দীর্ঘদিন ধরেই ভাড়া সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। জিম্মি করে টাকা আদায়ের জন্যই তারা পরিকল্পনা করে ডাকাতির জন্য এই চিকিৎসক দম্পতির বাসায় যায়।
তিনি আরও জানান, ডাকাতির এক পর্যায়ে বাধা দিতে গিয়ে ছুরির আঘাতে আব্দুর রশিদ নিহত হন।
]]>