বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

৩ সপ্তাহ আগে
২০২৬ অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ১৮ ও ২২ আগস্ট এই দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক বাহরাইন। বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী সেপ্টেম্বরের ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। সেখানে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। বাছাইয়ে ১১ গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি ৪ সেরা রানার্সআপ দল খেলবে মূল পর্বে। 

 

আরও পড়ুন: বিক্রি হলো মেসির পছন্দের গোলের শিল্পকর্ম, নিলামে দাম উঠল কত

 

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাছাইপর্ব শুরুর পাঁচ দিন আগে ভিয়েতনামে দল পাঠাবে বাফুফে। তার আগে আগামী মাসে বাহরাইনে যাবে দল, সেখানে তাদের বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। 

 

আরও পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক বার্তা পাঠাল বার্সেলোনা

 

প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ও সূচি ঠিক হলেও আনুষ্ঠানিকভাবে কোচের নাম প্রকাশ করেনি বাফুফে। তবে আনুষ্ঠানিকভাবে কোচের নাম প্রকাশ না করলেও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু যে দায়িত্ব নিতে যাচ্ছেন, তা এক প্রকার নিশ্চিতই বলা যায়। 

 

ইন্দোনেশিয়ায় ফিফার একটি প্রোগ্রাম থেকে দেশে ফেরার পর অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প শুরু হতে পারে। জানা গেছে, বাফুফে তখনই আনুষ্ঠানিকভাবে সবকিছু ঘোষণা করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন